Wednesday, April 18, 2018

মাহ ভাদর

মনখারাপের মাঝে যদি এই পশলা চারেক বৃষ্টি হয়,
অবুঝপনায় ডুবকি দিয়ে ঠোঁট ফোলানো মিষ্টি হয়।
বৃষ্টি যখন মাঠের ওপার আসছে ছুটে ঘাস ছাপিয়ে,
মনকেমনের জানলায় মুখ নোনতা বাদল চোখ ছাপিয়ে!
স্বামীটির কোলকেতায় বাসা ভড়ের গদীত' খাতা লেখে,
বধূর যাপন শাউড়ির সাথ বিনিদ্র রাত গদ্য লেখে।
সাঁঝের প্রদীপ তুলসীতলা গড় করা খুঁট গলায় বেড়ে,
টিনের তোরঙ জলচুরি পাড় বগলে ছাতা কুঁজোর বিড়ে।
ওমা তুমি! কখন এলে! টেলিগিরাপ পাঠাও নিতো!
তার পাঠালে ভাল গালেরা এমনপারা বর্ণ নিতো?
মেঘলা দুপুর দাঁড় ছপছপ আলতা ছুঁয়ে জলের আদর
পল্লী বধূর বুক থইথই পূর্ণ কুটির "মাহ ভাদর"!

No comments:

Post a Comment