ব্রহ্মপুত্র উথলে ওঠে, ছুটকিরা রমণী হয়।
ভেজাজুঁই মেহেকে, রম্যবেলা মথিত হয়।
...
বারিষের গাছকৌটো আর অশনির গাঁটছড়াটা
মেঘমন আকাশটার নীল সিঁড়িতে গড়ায়।
...
বারান্দাটা হাঁটু মুড়ে, বসলো টবের পাশে
কে জানে আজ যদি, একপশলা নসীব হয়!
আর্তির আদর...
ভেজাজুঁই মেহেকে, রম্যবেলা মথিত হয়।
...
বারিষের গাছকৌটো আর অশনির গাঁটছড়াটা
মেঘমন আকাশটার নীল সিঁড়িতে গড়ায়।
...
বারান্দাটা হাঁটু মুড়ে, বসলো টবের পাশে
কে জানে আজ যদি, একপশলা নসীব হয়!
আর্তির আদর...
No comments:
Post a Comment