Wednesday, April 18, 2018

কি বলেন?

আচ্ছা, ডাইনিং টেবিলের উপরিতলে কাঁচের বোতল গড়াতে দেখেছেন কোনওদিন?
তা সে জ্যামের হতে পারে, জেলীর হতে পারে আবার সসেরও হতে পারে।
মোটকথা কাঁচের ভারী বোতল।
গৃহপোষ্য বোতল এক।
অদ্ভুত সুন্দর গুড়গুড় আওয়াজে গড়ায় সে। বেশ লাগে না?
ওই সুন্দর গুমগুমে আওয়াজটা কানে বাজিয়ে এধারে ঠেলা গড়ান ওধারে তালুবন্দীর খেলাটা?
কিন্তু হঠাৎ আপনার মুহুর্তের ভুলে যদি সেই গড়ানটা কিনারা ছোঁয়? আর তারপরেই আরেকটু পাশ কাত হয়ে সোজা নিচের মেঝেতে!
ঠাস ঠাস ঝন্ ঝন্!!! 
এই স্পেশাল চীৎকার টা শুনেছেন কোনওদিন?
...
তারপর ওই বোতলটা নিয়ে খেলার স্পর্ধা আপনার আর থাকেনা, তাইনা?
কারণ বোতলটা আর আপনার পোষা বাহারী নেকুপুষুমুনু বোতল নেই।
নিজের শরীরের ধারালো তীক্ষ্ণ ছুঁচলো কতোগুলি টুকরো নিয়ে একটা ভাঙা বোতল হয়ে গেছে সে।
হ্যাঁ, এটা ঠিক যে ওর পেটের ভেতর থাকা মজাদার স্বাদু বস্তুগুলো হাতছাড়া হওয়ার জন্য উপরবিরক্ত ভিতরহুতাশী হবেন আপনি। আঁচল সামলে একটা চেষ্টাও করবেন হয়তো যদি কিছু বাঁচানো যায়। কি তাইতো?
...
দাঁড়ান!
খোলামকুচি টুকরোগুলো তীব্রতম আহত, একইসাথে নিঃসীম রক্তার্ত।
বিগতবারগুলোর মতো আপনার অভ্যস্ত প্রভুত্বে আপনি তাকে অভ্যাসমাফিক গুরুত্বহীন অনবধানতায় এইবার সামান্যক্ষণ ছুঁলেও সে একটি কেবলমাত্র একটি অনুপলপ্রতি ধার্য সময় পেরোনোর আগেই জঘন্যতম রক্তাক্ত করবে আপনাকে।
বিশ্বাস দুমড়ানোর, আস্থা চুরমারের, যথেষ্ট সন্মান জ্ঞাপন করা স্বত্ত্বেও বীভৎস ঘৃণ্য  অসম্মান প্রদানের মিষ্টি প্রতিশোধ সে নেবেই। 
আপনার আজন্ম জমাখরচের সমস্ত হিসাব একঝটকায় নিকেশ করে দেবে।
...
অতএব?

সাধু সাবধান!!!

বাকিটা আপনার উপরেই ছাড়ি, কি বলেন?

No comments:

Post a Comment