আকাশ উথালপাথাল করছে এক অপার্থিবতা, পূর্ণচন্দ্রে।
নেশাতুর নিদালীর আঁখিঠারে
আগামী শুভসূত্র লগ্ন থেকেই
আর কেউই একলা নেই।
যূথবদ্ধ প্রত্যেক বেঁচেবর্তে থাকারা।
কারো কারো আপেক্ষিকে জীবনযাপন।
কারো কারো দৃষ্টিকোণে জ্বীনযাপন।
ব্যাথাশুক আঁখিজল ঠারেঠোরে
হিসেবকষাপূর্ব মুহুর্ত থেকেই
একা কেবল আমিই রই।
আত্মবদ্ধ কায়িক ফিকেটিকে থাকাটা।
কারো কারো আপেক্ষিকে প্রণয়ীঅস্ত্র
কারো কারো দৃষ্টিকোণে ঠগীশস্ত্র।
বাতাস এতোল বেতোল করছে এক সানাই, চন্দ্রকোষে।
নেশাতুর নিদালীর আঁখিঠারে
আগামী শুভসূত্র লগ্ন থেকেই
আর কেউই একলা নেই।
যূথবদ্ধ প্রত্যেক বেঁচেবর্তে থাকারা।
কারো কারো আপেক্ষিকে জীবনযাপন।
কারো কারো দৃষ্টিকোণে জ্বীনযাপন।
ব্যাথাশুক আঁখিজল ঠারেঠোরে
হিসেবকষাপূর্ব মুহুর্ত থেকেই
একা কেবল আমিই রই।
আত্মবদ্ধ কায়িক ফিকেটিকে থাকাটা।
কারো কারো আপেক্ষিকে প্রণয়ীঅস্ত্র
কারো কারো দৃষ্টিকোণে ঠগীশস্ত্র।
বাতাস এতোল বেতোল করছে এক সানাই, চন্দ্রকোষে।
No comments:
Post a Comment