Wednesday, April 18, 2018

পংক্তিমালা!

ফেলে আসা কমলাগন্ধী ঝোরাখাতে বসে আছে পরিত্যক্ত পংক্তিমালা।
ন্যাসপাতি বর্ণিল রোদে শুয়ে আছে অসহায়ত্বের ছায়াপুত্তলিকা।

ডাকছে, খুব করে ডাকছে।

একদিন পৌঁছে যাবো যেভাবে ঊষালগ্নে কবুতর ঝাপটিয়ে ছোঁয় অপেক্ষমাণ চবুতরা।
মধ্যমাতে মিইয়ে থাকা অদৃশ্য লালিমা স্পর্শ করবে
প্রত্যাখ্যাত পংক্তিমালা।

সাজবে, খুব করে সাজবে।

স্বপ্নকন্যা... স্বপ্নচারী,
স্বপ্নভূক... স্বপ্নযাত্রী।

স্বপ্নচোর... স্বেচ্ছাচার,
...
স্বপ্নহত্যা... স্বেচ্ছাধীন।
স্বপ্নজীবী... স্বপ্নহীন!

সমস্তটাই... ছারখার।

কেবল স্বেচ্ছামৃত্যুর ফরমানটাই ইচ্ছেকলমের স্বেচ্ছাধীন নয়।

No comments:

Post a Comment