হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন গন্ধ থাকে।
মা যখন জানলা খোলে,
আলতোভাবে পর্দা তোলে,
প্রাকসকালের কচি আলো,
ঘুমেল চোখের পাতায় দোলে।
সে আলোতে বুঝতে পারি কাঠ টগরের সুবাস মেলে।
হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন গন্ধ থাকে।
মনখারাপের চৈত দুপুরে,
ঝিম ধরানো পুকুর পাড়ে,
সোনাল আলো কষ্ট পারা,
খেই হারানো বুকের ভারে।
সে আলোতে বুঝতে পারি স্বর্ণ চাঁপার সুবাস মেলে।
হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন গন্ধ থাকে।
ধ্রুবতারা সাক্ষী থেকে,
গাঁটছড়া জুড়লো যাকে,
সিঁদুরি সাঁঝে লাজী আলো,
সোহাগ বরণ করলো তাকে।
সে আলোতে বুঝতে পারি শুভ্র জুঁইয়ের সুবাস মেলে।
একলা পথিক
একলা চলা,
একলা বুকেতে
শোকের মালায়।
একলা চিতা
একলা আগুন,
একলা আলো
শুয়েছে পাটায়।
হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন...
দুঃখ থাকে।
তার তেমন তেমন ...
গল্প আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন গন্ধ থাকে।
মা যখন জানলা খোলে,
আলতোভাবে পর্দা তোলে,
প্রাকসকালের কচি আলো,
ঘুমেল চোখের পাতায় দোলে।
সে আলোতে বুঝতে পারি কাঠ টগরের সুবাস মেলে।
হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন গন্ধ থাকে।
মনখারাপের চৈত দুপুরে,
ঝিম ধরানো পুকুর পাড়ে,
সোনাল আলো কষ্ট পারা,
খেই হারানো বুকের ভারে।
সে আলোতে বুঝতে পারি স্বর্ণ চাঁপার সুবাস মেলে।
হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন গন্ধ থাকে।
ধ্রুবতারা সাক্ষী থেকে,
গাঁটছড়া জুড়লো যাকে,
সিঁদুরি সাঁঝে লাজী আলো,
সোহাগ বরণ করলো তাকে।
সে আলোতে বুঝতে পারি শুভ্র জুঁইয়ের সুবাস মেলে।
একলা পথিক
একলা চলা,
একলা বুকেতে
শোকের মালায়।
একলা চিতা
একলা আগুন,
একলা আলো
শুয়েছে পাটায়।
হরেক কিসিমের আলো আছে।
যেমন যেমন আলো তার তেমন তেমন...
দুঃখ থাকে।
তার তেমন তেমন ...
গল্প আছে।
No comments:
Post a Comment