ঘাড় মুড়োচ্ছে আঙ্গট গলায় বুড়ো আঙুল, মুখ ডুবোচ্ছে রংচঙে পৃথুলা নখ।
ময়ূরপাখ পাপোষে।
খড়খড়ির ছটফটে ওঠাপড়া দুপুরভোর, চালশে বোঝাই ঋজুরেখ দরজা বকা দিল।
কবাটদুটিকে কষে।
জলচুড়ি পাড় আর ধানশীষ আঁচলের প্রান্ত
চৌকাঠে শুয়ে পিটপিটিয়ে দেখছে,
দাবাছক্বী মেঝেতে ঘসটাচ্ছে ধাক্কা পাড়ের অবুঝ আহত নিশপিশে রাগ।
দৌর্দন্ডপ্রতাপ অভিভাবকময় দ্বীপনিবাসী অতলাক্ষী নিমীলিত ঠাহর করে,
দ্রোহী আশরীর ধারণ ও বহন করছে করুণ প্রণয়ের অনির্বাণ দীপায়ণ।
একবার
শুধু
একবার তোকে স্বপ্নে পাই!
পেয়েছিল কি?
জানা যায় না।
ময়ূরপাখ পাপোষে।
খড়খড়ির ছটফটে ওঠাপড়া দুপুরভোর, চালশে বোঝাই ঋজুরেখ দরজা বকা দিল।
কবাটদুটিকে কষে।
জলচুড়ি পাড় আর ধানশীষ আঁচলের প্রান্ত
চৌকাঠে শুয়ে পিটপিটিয়ে দেখছে,
দাবাছক্বী মেঝেতে ঘসটাচ্ছে ধাক্কা পাড়ের অবুঝ আহত নিশপিশে রাগ।
দৌর্দন্ডপ্রতাপ অভিভাবকময় দ্বীপনিবাসী অতলাক্ষী নিমীলিত ঠাহর করে,
দ্রোহী আশরীর ধারণ ও বহন করছে করুণ প্রণয়ের অনির্বাণ দীপায়ণ।
একবার
শুধু
একবার তোকে স্বপ্নে পাই!
পেয়েছিল কি?
জানা যায় না।
No comments:
Post a Comment