ছেঁড়াখোঁড়া থ্যাঁতলানো মোচড়ানো,
স্তূপীকৃত মৃতদেহ।
কেউ কেউ ওরই মধ্যে কাতরাচ্ছে...
লালচে বেগুনি মরা রক্তে চোবানো,
উঠোনপথ অলিন্দ।
দুই স্খলিতবসনা কি যেন হাতড়াচ্ছে...
প্রথমার খোয়া গেছে পলাশ।
প্রকৃতি সে।
দ্বিতীয়ার খোয়া গেছে সম্ভ্রম।
রমণী সে।
পৃথিবীতে প্রকৃতির চেয়ে মূক ও সহনশীলা তো কেউ হয়না।
তাই তাকে নষ্টের দায়ও কাউকে নিতে হয়না।
পৃথিবীতে সংখ্যালঘুদের নিজের দেশ বলে তো কিছু হয়না।
মেয়েদের চেয়ে সংখ্যালঘুতো কোত্থাও কেউ হয়না।
অতএব মানুষের হুল্লোড়ে প্রকৃতির কতিপয় সন্তান সোল্লাসে হত্যা স্বীকৃত।
অতএব বিধর্মীর উৎসবে কালিমা ভরাতে স্বধর্মী কতিপয় নারীবলি জায়েজ।
কিন্তু
এই চাকা তো একদিন উল্টো মুখোও ঘুরে যেতে পারে।
চাকা তো একদিন উল্টো মুখো ঘুরবেই।
সেদিন
মানুষ তোমার আত্মজ-লোহিতে প্রকৃতি স্নান করতেই পারে।
পুরুষ তৈরী থাকো, নারী জবাবটা নেবেই।
স্তূপীকৃত মৃতদেহ।
কেউ কেউ ওরই মধ্যে কাতরাচ্ছে...
লালচে বেগুনি মরা রক্তে চোবানো,
উঠোনপথ অলিন্দ।
দুই স্খলিতবসনা কি যেন হাতড়াচ্ছে...
প্রথমার খোয়া গেছে পলাশ।
প্রকৃতি সে।
দ্বিতীয়ার খোয়া গেছে সম্ভ্রম।
রমণী সে।
পৃথিবীতে প্রকৃতির চেয়ে মূক ও সহনশীলা তো কেউ হয়না।
তাই তাকে নষ্টের দায়ও কাউকে নিতে হয়না।
পৃথিবীতে সংখ্যালঘুদের নিজের দেশ বলে তো কিছু হয়না।
মেয়েদের চেয়ে সংখ্যালঘুতো কোত্থাও কেউ হয়না।
অতএব মানুষের হুল্লোড়ে প্রকৃতির কতিপয় সন্তান সোল্লাসে হত্যা স্বীকৃত।
অতএব বিধর্মীর উৎসবে কালিমা ভরাতে স্বধর্মী কতিপয় নারীবলি জায়েজ।
কিন্তু
এই চাকা তো একদিন উল্টো মুখোও ঘুরে যেতে পারে।
চাকা তো একদিন উল্টো মুখো ঘুরবেই।
সেদিন
মানুষ তোমার আত্মজ-লোহিতে প্রকৃতি স্নান করতেই পারে।
পুরুষ তৈরী থাকো, নারী জবাবটা নেবেই।
No comments:
Post a Comment