Wednesday, April 18, 2018

দেখে নেবেন!

বসন্ত সবার কাছে মধুমাস নয় জানেন?

এই বসন্তেই

ফ্যাকাশে পিচঢালা রাস্তায় হেঁটে চলেছে যে আরও ফ্যাকাশে শাড়ী প্যাঁচানো মেয়েটা,

দিনগত প্রোডাক্ট বেচার কোটা পুরোন না হলে যে পাবে সেদিনের উপার্জনের আর্ধেকটা,

তার পলাশ কুড়োনোর সময় কই? 

এ বসন্ত তার মধুমাস নয়!

বসন্ত সবার কাছে মধুমাস নয় জানেন?

এই বসন্তেই

ইঁটের পাঁজা ভ্যানে ডাই করে প্যাডেল চাপছে যে আদুল গায়ের সিড়িঙ্গে কালো ছোকরা,

দিনভরের যম খাটুনির রোজগার থেকে যাকে ঠিকাদার কে দিতে হবে তোলা মানে বখরা,

তার শিমূল দেখার অবকাশ কই?

এ বসন্ত তার মধুমাস নয়!

বসন্ত সবার কাছে মধুমাস নয় জানেন?

এই বসন্তেই

কাল অবধি পরণের লাল টুকটুকে ঢাকাই যার বদলে গেল আজ বীভৎস সাদা থানে,

আমৃত্যু এবার যাকে প্রতি অনুপল বুঝতে এবং বোঝাতে হবে অকালবিধবা হবার মানে,

তার বাসন্তিকা সাজের অধিকার কই?

এ বসন্ত তার মধুমাস নয়!

কিন্তু

বসন্ত চেয়েছিল জানেন,

সব্বার মধুমাস হতে,

আবিরের দিব্যি করে সে বলে গেল সেকথা।

যেহেতু

বসন্ত পারলোনা জানেন,

সব্বার মধুমাস হতে,

আনন্দস্বরূপা মৃত বলে চলে গেল একথা।

আমি সমস্ত ঝরা পাতা গুলোয় লিখে রাখছি মধুমাস আছে দের ও নেই দের তালিকা।

একদিন ওই সেলস গার্ল

একদিন ওই ছোকরা

একদিন ওই সদ্যবিধবা

আর

একদিন ওই বসন্ত

ফেরত আসবে।

আছেদের থেকে হিসেব কষে বুঝে নেবে নেইদের পাওনা।

চোত ফাগুন বসন্তবরণ জোচ্ছোনা!

সেইদিন

বসন্ত সব্বার কাছে মধুমাস হবে, হবেই।

জানেন?

জাষ্ট দেখে নেবেন!!!

No comments:

Post a Comment