সেসময়ে
মুহুর্তগুলো কুড়িয়ে রেখেছিলাম আঁজলা আঁজলা ভরে,
সরষে ফুলের রেণুরঙা শাড়িটার কাঁচাধানী আঁচলের খুঁটে।
মনে পড়ছে তুমি হেসেছিলে...
এসময়ে
মুহুর্তগুলো নেড়েচেড়ে বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখি,
কুড়ানী চোখজোড়া আঁচলগিঁটের ডুবজলে চিৎসাঁতার দেয়।
মন বলছে তুমি হাসছো...
অসময়ে
সরষে রেণুপুঞ্জে কতো কতো কালচে খয়েরী ছোপ।
ওগুলো কিসের দাগ?
মনে ভাবছি তুমি হাসবে কি? ...
এখনো!
মুহুর্তগুলো কুড়িয়ে রেখেছিলাম আঁজলা আঁজলা ভরে,
সরষে ফুলের রেণুরঙা শাড়িটার কাঁচাধানী আঁচলের খুঁটে।
মনে পড়ছে তুমি হেসেছিলে...
এসময়ে
মুহুর্তগুলো নেড়েচেড়ে বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখি,
কুড়ানী চোখজোড়া আঁচলগিঁটের ডুবজলে চিৎসাঁতার দেয়।
মন বলছে তুমি হাসছো...
অসময়ে
সরষে রেণুপুঞ্জে কতো কতো কালচে খয়েরী ছোপ।
ওগুলো কিসের দাগ?
মনে ভাবছি তুমি হাসবে কি? ...
এখনো!
No comments:
Post a Comment