Wednesday, April 18, 2018

আর আঁকছি না!

খড়ির একটা ঘর
আঁকছি।
উঠোনে চাকচাক ছায়া।
রসাল পল্লবে ছাদ
ছাইছি।
ঘুমোচ্ছে কুসিকুসি মায়া।

অশীতিপর মেঘগুলোর চূড়ান্ত ন্যাক্কারজনক অসিত ললকার।
মদোন্মত্ত বাজগুলোর তীক্ষ্ণ অশ্লীলতম মদমত্ত হুঙ্কার।

কী বীভৎস লাল তাইনা?
ছেঁড়াখোড়া নীল দাগী
রক্তগন্ধী কায়া।

খড়ির একটা ঘর...
আঁকছিলাম।

বড্ড বৃষ্টি পড়ে আজকাল।
সর্বস্ব সম্বল ধুয়েমুছে সাফ সফেদ।
সর্বত্র তরিবতেই নির্বোধ।
কেবল আবাঁচন আস্ফালিত শ্লাঘা।

খড়ির একটা ঘর...
আর আঁকছিনা।

No comments:

Post a Comment