Tuesday, May 8, 2018

জল আছে?

সব বাঁশি তে টান থাকে না।
কোনও কোনোটায় ভান থাকে।
সব চাওয়াতে প্রেম থাকে না।
কোনও কোনোটায় গেম থাকে।

তুই বলিস নিশিপদ্ম, ডেকেই দ্যাখ না, ডাক্ মনে।
তাই
নীলোৎপল ট্রাই করে, কিন্তু রুহ্ তার, খাক্ বনে।

সব চলা উদ্দেশে নয়।
কিছু চলা উদ্দেশ্যে হয়।
সব কথা প্রমিজ নয়।
কিছু কথা ভাঙারই হয়।

অ্যাকর্ডিং টু ইয়্যু মেঘরঞ্জনী, রুখা জিগর তৃপ্তি পায়।
কিন্তু
আমার স্বপ্নে স্বনন জাগায়, ক্লান্ত চোখের ক্লিষ্ট কায়।

অষ্টপ্রহর অবিশ্বাস।
মেঘেরা না খুব কষ্টে আছে...
সম্পর্কের নাভিশ্বাস।
বারিষের খুব তেষ্টা পেয়েছে...

কারো কাছে "জল" আছে?

No comments:

Post a Comment