Monday, May 21, 2018

জার্নি

ঘামের জীবনেও জানেন, একের অধিক জার্নি থাকে।
রুট বদলালে এইসব জার্নিদের খানিক রকমফের ঘটে।

এই যেমন ধরুন না কেন,

কুলি মজুরের গাল গলা ঘাড় পিঠ নিংড়ে যা বেরোয় তা প্যাচপ্যাচে ঘাম।
এহ্, নাক চাপ!
উদ্ভিন্ন যৌবনার গাল গলা ঘাড় পিঠ ভিজিয়ে যা গড়ায় তা কমনীয় স্বেদ।
উফ্! ঠোঁট চাপ!

অসহায় কামনা গলে গলে পড়ছে। ঘাম ছুঁয়ে। অপ্রতিহত অলঙ্ঘ্য জান্তবতা।

হাসপাতালের রুগি বওয়া ট্রলিতে বসে ঘর্মক্লান্ত শীর্ণ সৌম্য ষাটের কোনও এক ঘর।
আহা! বড় ধকল!
বড় নির্ভেজাল আদরে চুলটা আঁচড়ে দিচ্ছে ঘর্মাক্ত ঋজু চনমনা বছর বিশেক।
বাহ! বড় নিটোল!

সম্বলিত আদর গলে গলে পড়ছে। ঘাম চুঁয়ে। স্বর্গছেড়া আকাঙ্ক্ষিত মনুষ্যত্ব।

বোঝা গেল এবারে নিশ্চয়?

ঘামের জীবনেও তাহলে, একাধিক হেঁটে যাওয়া থাকে।
পথ বদলালেও এ হেঁটে যাওয়ায়, কিছু বনফুল তো ফোটে। 

No comments:

Post a Comment