Saturday, January 18, 2020

শোকগর্ভা

পাঁজরার খাঁজে কোনও গতিকে সিঁটিয়ে থাকা পাতলা কাতর মাংস ছেতরে ঝুলছে।
তাদের
জংধরা এক কাঁচির খুনে ডগায় খুঁচিয়ে চলেছে নিষ্পাপ নিয়তি।

নিমেষ তক রেয়াত না দেওয়া ঘাড় ভাঙানি ঢেউরা দাপানির উমান দিতে ব্যস্ত।
তাদের
নির্মম দবদবায় ঘাই ফেরতের অবসর পাচ্ছে না ফিরতি ঢেউ।

জুঁইয়ের খরখরে পাপড়িরা ছুঁয়ে ফেলা থালাবাসনে রেখে গেছে বাসী রক্তের ছোপ।
কাঠ কাঁচের ঘেরাটোপে মমি হয়ে দেওয়ালে লেগে আছে কিছু মরে যাওয়া মুহূর্তেরা।
চন্দনের শখানেক মামড়ি ইতিউতি উড়ে ছড়িয়ে দিয়েছে সংক্রামক শোকগর্ভা ক্ষোভ।

আশপাশ ছেয়ে কেবল কনকনে একলাবোধি ঝাপটা।
চামড়া চিরে ফেঁড়ে ফালাফালা করা অগুণতি মৃত নখের ঝড়।

মৌলা মেরে লে হি লে মেরি জান।

No comments:

Post a Comment