এই যে প্রত্যহ একাধিক আত্মীয় নক্ষত্রমণ্ডল মুছে ফেলে রাত ফ্যাকাসে হয়ে আসে, কতগুলো এলোমেলো বেডসোর ড্রেসিং এর কটন মাথার ওপরে ভাসিয়ে ভোর হয়, হতেই থাকে, অনন্যোপায় হয়েই হতে থাকে, কী ভীষণ একঘেয়ে বোধ হয়।
এই যে প্রত্যেকটি কমলা বোঁটায় অ্যানিমিক পাঁচটা কচি ছানার ন্যাতানো ঠোঁট ঝুলতে থাকে, লাস্ট স্টেজ সিওপিডি রোগীর মত মাস্ক আঁকড়ে অরাজী, দারুণ অরাজী তবু ঝরে যায়, গত্যন্তরহীনভাবে নিমরাজী ঝরতেই হয়, কী ভীষণ একঘেয়ে বোধ হয়।
শরৎ দেখিনা। শরতের সকালও।
দেখতে পাই না বলাই বিধেয়।
অবশ্য একেবারেই যে কিছু দেখতে পাই না তাও নয়।
কেবল নড়বড়ে খাটিয়ায় টানটান খুব চেনা একটা মৃত শরীর দেখতে পাই।
স্রেফ, ওটুকুই।
...
প্রার্থনা করি আপনাদের চোখ জুড়ে থাকুক "অমল ধবল পালে লেগেছে..." ইত্যাদি ইত্যাদি।
বুক জুড়ে আসুক পারিবারিক আনন্দের অমূল্য মুহূর্তেরা।
আসন্ন শারদীয়ার শুভেচ্ছা রইল।
এই যে প্রত্যেকটি কমলা বোঁটায় অ্যানিমিক পাঁচটা কচি ছানার ন্যাতানো ঠোঁট ঝুলতে থাকে, লাস্ট স্টেজ সিওপিডি রোগীর মত মাস্ক আঁকড়ে অরাজী, দারুণ অরাজী তবু ঝরে যায়, গত্যন্তরহীনভাবে নিমরাজী ঝরতেই হয়, কী ভীষণ একঘেয়ে বোধ হয়।
শরৎ দেখিনা। শরতের সকালও।
দেখতে পাই না বলাই বিধেয়।
অবশ্য একেবারেই যে কিছু দেখতে পাই না তাও নয়।
কেবল নড়বড়ে খাটিয়ায় টানটান খুব চেনা একটা মৃত শরীর দেখতে পাই।
স্রেফ, ওটুকুই।
...
প্রার্থনা করি আপনাদের চোখ জুড়ে থাকুক "অমল ধবল পালে লেগেছে..." ইত্যাদি ইত্যাদি।
বুক জুড়ে আসুক পারিবারিক আনন্দের অমূল্য মুহূর্তেরা।
আসন্ন শারদীয়ার শুভেচ্ছা রইল।
No comments:
Post a Comment