Saturday, July 27, 2019

সবই মায়া

সখা লিখিল (ফুঁসিল) :
হটাৎ যদি খুঁজে পাস তারার ফুল
ঝপ করে গেঁথে ফেল ঝুমকার দুল।
আচমকা হাতে এলে সুয্যির তার
টপ করে বুনে নিস হাঁসুলির হার।
ফাঁকতালে জুটে গেলে ফুলছাপা মথ
তক্ষুনি গড়ে রাখ ঝিকিমিকি নথ।
সেজে এতে অবিশ্যি জুটবেনা বঁধূ
সে বড় কঠিন ঠাঁই পণ মাঙা জাদু।

কালোকোলো ছায়া : (জটিকুটি পার করাব, স্রেফ
কার্ডভরা টাকা আর সুরত দে মাখা কষে আটা।)

সে লিখিল (ঢুঁসিল) :
এরে বুঝি লেখা বলে?কোবতেটা ক'য়?
প্রেম ট্রেম না হলে কী কাব্যিটা হয়!
ভাব সাব বেড়ে হলে কলম রকেট
রাশি রাশি লেখা ভরা ঝোলা ও পকেট।
ফেনিয়ে ফেনিয়ে প্রায় গ্যাঁজা তোলা সুখ
সাহিত্য সফল হয় উথলে চিবুক।

ঢলোঢলো কায়া : (ছানাকাটা দুধ বিকোব, ব্যস
সর লাগা গা'টা আর পরত দে টসটসে মাঠা।)

আমি লিখিলাম (চাটিলাম)  :
ঠেলে ঠুলে গাছে তুলে দিক না মানুষ
বুঝবি মই গ্যেঁড়েছে ফিরলেই হুঁশ।
যতই অখাদ্য হোক পদ্যের হাল
সাবধান! কাটিসনি কুমীরের খাল।

টলমল ভায়া : (সত্যিটা এইবার বলব? আচ্ছা
ঘাঁটাসনি ঘা টা আর হঠাহ্ শাওন কি ঘটা।)
...
শেষমেষ আমি সে ও সখা সমেত যাবতীয় ছায়া কায়া ও ভায়া একলগে খাড়ায়া এবং সমস্বরে শুধায়া  :
- কাকু, ইয়ে কীরম দাঁড়াল? মানে, পদ্যটা।

- মায়া রে। সবই মায়া।

No comments:

Post a Comment