Friday, July 12, 2019

নীলকণ্ঠ

প্রতি রাতে সাগরের পাড় আসে স্বপ্নে। পিঠের ওধারে রেলব্রীজ।

সোঁদা বালুরাশির বুকে ঘাই ভাঙছে ধোঁয়াটে শাদা ফনাওয়ালা অজস্র জলজ পাহাড়। ভাঙা চলছে জংধরা ঢেউটিন গড়নের বালিয়াড়ি। এই গুণলে দশ কী বারো পা দূরে।

প্রতি রাতে সাগরের পাড় আসে স্বপ্নে। পিঠের ওধারে রেলব্রীজ।

চারটি ধার টুকটুকে তাঁত পাড়ে মোড়া মাদুর বিছানো। চিনেবাদামের কোটর যত্ন করে গুছিয়ে রাখা ফক্কা ঠোঙায়। কেবল কিছু কালচে লালচে ফুরফুরে খোসা বেলাগাম ইতস্ততঃ।

প্রতি রাতে সাগরের পাড় আসে স্বপ্নে। পিঠের ওধারে রেলব্রীজ।

মোমরঙের খাটোমোটা টুকরোরা ফ্রকের মেলে রাখা কোঁচড়ে লুকোচুরি খেলছে। শাদা কাগজে ফুলে ফুলে উঠছে একটা সমুদ্র আর খান চারেক কালোকোলো নৌকো। ক্রমাগত উড়ে আসছে বালি রেণু।
...

রেলব্রীজের টঙে একলা দাঁড়িয়ে ওপরমুখো চাইলে নিঃশেষে মিশে যাওয়া যায় নিঃসীম এক গাঢ় নীল শ্লেটে।
স্বপ্নে ভাসা তীরে একলা দাঁড়িয়ে চোখ মুদলে দেখতে পাওয়া যায় পায়ে পায়ে এগিয়ে চলা, মেঘলা নীল বাবাকে।
...

নীলকণ্ঠ হই।

No comments:

Post a Comment