Saturday, July 27, 2019

খাঁটি সোনা

যদি বোঝো দিয়ে গেল লোকে পাকা বাঁশ,
বিলকুল না ঘাবড়ে তেড়ে বাজা কাঁস।
ধেইধেই নাচুনিতে জম্পেশ গীত,
সে লোক তো ভুলবেই রাগে হিতাহিত।
ছেতরিয়ে ঘিলু সম ফাটে কৎ বেল,
পড়ে যেন চাকা তলে ভীমগতি রেল।
মুণ্ডু হবেই তার ক্ষোভে ষোল খানা,
চিক্কুর পাড়বে সে, "আরও বাঁশ আনা"।
পিছু হঠা নৈব চ যত খুশি দিক,
তুমি শুধু সিধে রেখো শিরদাঁড়া ঠিক।

পাথরে পাথর ঘষে জ্বলেছিল আলো,
হাজারো জন্ম পার ঘোচাতে এ কালো।
জীবনের একজাম সোজা নয় মনা,
অসংখ্য চেকমেট গড়ে খাঁটি সোনা।

No comments:

Post a Comment