Sunday, December 27, 2020

কী হয়! কী হয়!

 সাঁঝদিয়াই অন্ধ-মণিটিকে সাঁটিয়ে দিয়ে গেছে রাত চাদরে। সবজেটে-নীল বিষ লালায় মাখিয়ে। 

জানখসা ঠাউরেছে এরে সেই রঙিলা, বেল্লিক খেয়াল। 


দিনমানের সোনাল দিঠিটিকে খুবলে খেয়ে গেছে এক বাদুড়ে। এনামেল সানকিটা জিহ্বায় কাঁকিয়ে। 

এ খলিফাও দ্যাখ সেঁটে আছে বিলকুল, বেহায়া বাচাল। 


কবেকার পাথুরে প্রেতের দল, সারবন্দী লঙরে।

তামামশোধের খেলায় মেতেছে খেঁকুরে সময়। 

চোরাঘাই ঝাপটে চামচিকে সাঁতরাচ্ছে সাগরে। 

নির্বাক সুপুরির চিমসানো ডর, কী হয়! কী হয়!

No comments:

Post a Comment