Sunday, December 27, 2020

নাই বা গেলে

 বেশি দূর যেয়ো না, বুঝলে?

ছলাৎ ছল আড়চাউনি দিনমান পেরিয়ে, ছলছল চেয়ে থাকা শঙ্খালি সাঁঝ। 

বেশি দূর নাই বা গেলে।

টালিঘরের ভেতরে

গাঢ় নাভী থেকে উঠে আসে সেইই কাঁঠালচাঁপার গন্ধ। 

খসখসে, বহুদিন মরে ভূত মানিব্যাগের খাঁজে। 

টালিঘরের বাইরে

কাঁচা নালা থেকে উঠে আসে সেইই ভালো বমির ছন্দ।

করকরে, বহুদিন খসে প্রেত কলঘরের মেঝেয়। 

বেশি দূর যেয়ো না, বুঝলে?

গরগরে কলঙ্ক-রাগ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, টলটল গণ্ডি কাটা ইমদাদী বাজ। 

বেশি দূর নাই বা গেলে ...


থকথকে রক্ত মেখে ছেতরে আছে কালাচের ত্বক।

শাঁখামুটি ইনিয়ে বিনিয়ে পেঁচাচ্ছে কেবল।

No comments:

Post a Comment