শ্মশানঘাট
ধুতি উড়নি চাদর তোষক
চ্যালা খাট
সমস্তের হাতবদল হয়। মাটিমাখা নাভীর দলাটা অবধি।
শাদা মালা
কাঠি মালসা ধূপ আতপ
সবরী কলা
মন্ত্রের চলনও বদলায়। নোট গুলোর অঙ্ক আদতে বিধি।
না ভালোবেসে থাকতে না পারাটা কিম্বা লাখ কোশিশেও না ভালবাসতে পারাটা
এধার ওধার হয়? অন্তত আংশিক?
কী বুকে যে টুপ করে ডুব দেব!
ধুতি উড়নি চাদর তোষক
চ্যালা খাট
সমস্তের হাতবদল হয়। মাটিমাখা নাভীর দলাটা অবধি।
শাদা মালা
কাঠি মালসা ধূপ আতপ
সবরী কলা
মন্ত্রের চলনও বদলায়। নোট গুলোর অঙ্ক আদতে বিধি।
না ভালোবেসে থাকতে না পারাটা কিম্বা লাখ কোশিশেও না ভালবাসতে পারাটা
এধার ওধার হয়? অন্তত আংশিক?
কী বুকে যে টুপ করে ডুব দেব!
No comments:
Post a Comment