তোমার সঙ্গে যেইদিন আমার প্রথম দেখাটা হল,
সিঁড়ির মুখে ওঠার পথে আঁধার খানিক ছিল।
অস্পষ্টতায় এগিয়ে যাওয়া পল কয়েক নিল।
তারপরেতে দিঠির আরাম বড় সহজ আলো।
দাঁড়িয়েছিলে সিঁড়ির মাথায় তিলেক ক্ষণই বল,
ত্বরিত পায়ে নেমে এলে হাসিতে ঝলোমলো।
মাঝামাঝিতে মুখোমুখি বড্ড নিজের ভেল।
হঠাৎ আপন ঠাঁই মিলেছে এমন ঠাহর গেল।
"এসেই যখন পড়লে সাঁঝে, হাঁটবে পাশে? চল"।
তোমার সঙ্গে যেইদিন আমার প্রথম দেখাটা হল,
এখন থেকে তা অযুত নিযুত আগামী বছর ক'ল।
No comments:
Post a Comment