Thursday, September 12, 2019

আজ্ঞে!

মেয়েটার নাম ছিল ঘটিদের ফুলকি,
বাঙাল ছোঁড়াতে গেল দিল্ তার ছল্কা,
হাতে ছুপে এঁকেছিল শান্তু'র উলকি,
জানাজানি দুতরফে ঝাঁকে ঝাঁকে উল্কা!
যতই তেড়িয়া দাদু সময় তো কলকি!
সে দুয়ের আশনাই নয় সেও পল্কা,
শ্যামের ডাকেতে কভু রাখা যায় কুল্ কি?
কনে সাজে চাঁদমুখে চন্দনি কল্কা।
হেঁকে আসে কনেঘর "এ ষড়ের মূল্ কী?"
অপমানে বরঘরে ফুঁসে ওঠে হল্কা!
বরকনে জড়োসড়ো "হিঁচড়োবে চুল কী!" 
বন্ধুরা ঠেলে তোলে শ্যালদা টু কাল্কা।

মা বাপের মন তো রাগ ঝাল কয় ক্ষণ? "আমরা মেনেই নেব, এই স'তে বল গে!"
মোহনবাগান নেয় সরভাজা দুইমণ। ইষ্টবেঙ্গল দেয় "ইলিশ টা..." "আজ্ঞে!"

No comments:

Post a Comment