Saturday, October 8, 2022

নীল

 



এক একটা দুপুরের পেটে ― বড্ড ঘোলাটে বিকেল জন্মায়।

নিঝুম অপরাজিতারা লেপ্টে যায় ― যুদ্ধরত কন্ঠমণির চূড়ায়।

চরাচরে আলো মেলে ― ঝুল-আকর্ষে দেওয়ালগিরির শিখায়।


পুরোনো ন্যাতার ঝুরি লেগে থাকে আকাশ ব্যেপে।

ফাঁকে ফোঁকরে উঁকি দেয় পরাহত অতলান্ত।

ডাঁটভাঙা চশমা ও ছাতা জল মাপে, এড়ায়।


নীল কেবল নষ্টপরীর জামায় থাকে না রণজয়। কষ্টস্বরের প্রতিটি পাঁকে, ঢোকের প্রতি বাঁকে, তাকে সযত্নে গিলতে হয়।


No comments:

Post a Comment