Wednesday, August 18, 2021

আলো আসবেই

 গাঢ় নীল মেঘের তাড়নায় কাঁসার সানকি ষোলকলাটি আড়াল হচ্ছে, হ্যাঁ রয়ে রয়েই।

অলকানন্দার শ্রান্ত শরীরটায় বাতাসের তীক্ষ্ণ ঝাপটা ধাক্কা মারছে, তাও ফিরে ফিরেই।

স্বস্তির নিশ্বাসখানা বুকের খাঁচাখানা নির্ভার করতে গিয়েও, থমকে থেমে যাচ্ছে।


ঝমঝমিয়ে নামছে , ভারী দানার জল।

থমথমিয়ে উঠছে, গত তাণ্ডবের স্মৃতি।


সমস্তের পরেও মস্তিষ্কের প্রতিটি স্নায়ু কেবল আঁকড়ে ধরে আছে এক জোড়া শব্দ।


আজ

অবতরণ দিবস।


আলো আসবে। আসবেই।

No comments:

Post a Comment