Wednesday, August 18, 2021

জন্মদাগ

 জলে ভেসে যায় ঐ থোড়ের ডোঙা, 

আতপত্রের ভাত―

ভারী করে তোলে এ ঘাটের বাতাস, 

সাঁঝ আগলায় রাত।

অল্প ছুঁয়েছে যে মালসার কানা, 

সে স্বাদ বইছে জল―

ধূপধোঁয়া জ্বলামোমেরে শুধোয়,

যাওয়াটা জরুরী, বল?


পাঁজরের বেড়া ঘাই ঠেলে তোলে, 

চেনা সম্বোধনের বোল―

ফুকরে ওঠে যত অস্ফূট ডাক, 

এল জবাব – কলরোল।


তারার ভূমে অপারবাসী অনন্তপল জাগ।

তুমি মেখে নিলে যেটা ছাইয়ের ছৈয়ে, 

তা আমার জন্মদাগ।

No comments:

Post a Comment