পার্চমেন্ট রঙের মুখ দেখলে তক্ষুণি আঁজলা ভরে আবির নিয়ে মাখিয়ে দিয়ো না ছুটে গিয়ে।
সহ্য ক্ষমতা ডিঙিয়ে যেতে পারে।
শোননি কি লাদাখ থেকে নামার পরে ধ্বস্ত সেনানীকে তক্ষুণি বাড়ি ফেরানো হয় না?
বোধের মাত্রা হারিয়ে যেতে পারে।
কোলাপস করে যাবে। আশঙ্কা।
তার চারটে আঙুল আলতো ধরে দুজনায় বোসো কোনও প্রাচীন ঘাটে।
নবীন সম্পর্ক গড়তে ওর জুড়ি কেউ নেই।
তারই কোশে কিছুটা ফাগ রেখে বোলো তোমায় রাঙিয়ে দিতে।
ছেঁড়া বিশ্বাস জুড়তে এর পারা আর নেই।
সেটেলড হয়ে যাবে। আশা।
আক্রান্তের সংখ্যা এখন দুই।
এর পরপরই বৃষ্টি নামবে। নিশ্চিত ।
অনন্ত আকাঙ্ক্ষিত অসুখটার পদবী বৃষ্টি।
No comments:
Post a Comment