স্বপ্ন এক্তিয়ার ভুক্তির চারপাশটা ঘষা কাচে গড়া হয়। অতলান্ত তালশাঁস রঙা জলে জেগে ওঠে এক বা একাধিক প্রতিভাস। চৌকো চৌকো এক সার গেঁজে ওঠা কোটরে একের পর এক অ্যালবাম খসা নস্য-হলুদ পাতা মনভাঙা শুয়ে থাকে পাশ ফেরা।
স্বপ্ন ওদের কাতরে কাতরে ডাকে, হাটকায়, খোঁজে।
ওরা কেবল বেভুল ওড়ে, পড়ে এবং হঠাৎই হারিয়ে যায়। এ চলাচলে কখনো হয়তোবা একরকম নিশি টানে বুকের কোল ঘেঁষে বসে এবং নিয়তি টানে আঙুলের কোল গলে মিলিয়ে যায়। বুড়ো সেগুন পাতা ঝড়ের জাড্য ধর্ম বইবে এমনই ধারা।
চোখ এদের খিঁমচে খিঁমচে ধরে, আগলায়, জ্বলে।
অমোঘ মোহ।
অমোঘতর মায়া।
অমোঘতম মৃত্যু।
তবে, প্রেম?
স্বপ্ন ওদের কাতরে কাতরে ডাকে, হাটকায়, খোঁজে।
ওরা কেবল বেভুল ওড়ে, পড়ে এবং হঠাৎই হারিয়ে যায়। এ চলাচলে কখনো হয়তোবা একরকম নিশি টানে বুকের কোল ঘেঁষে বসে এবং নিয়তি টানে আঙুলের কোল গলে মিলিয়ে যায়। বুড়ো সেগুন পাতা ঝড়ের জাড্য ধর্ম বইবে এমনই ধারা।
চোখ এদের খিঁমচে খিঁমচে ধরে, আগলায়, জ্বলে।
অমোঘ মোহ।
অমোঘতর মায়া।
অমোঘতম মৃত্যু।
তবে, প্রেম?
No comments:
Post a Comment