Saturday, July 14, 2018

খোকা পড়ছে!

দলা দলা কষ্ট।
গলার গোড়ায় কুণ্ডলী একাধিক।
কাশির দমকে উঠে আসছে তাদের ভাঙচুর গন্ধ।
থকথকে ঘেন্না।
জিভে জড়িয়ে যাচ্ছে স্মৃতি শ্লেষ্মা।
ঠোঁটের কষ গলে কোরকে মিশছে লোনা অপমান।

বমি হলে বেঁচে যায়। বমিটা হয় না।

বাম দিকে চারটে আর ডান দিকটায় গাঢ়তর একটা।
থ্যাবড়া মোটা আঙুলের দগদগে দাগি কবুতরি গ্রীবা।
চুনো চচ্চড়ি নামিয়ে গিলে চচ্চড়ি বসায়।
পেষণযন্ত্রের তো ভাই পেষণদন্ত থাকাটাই স্বাভাবিক।
অনুপানের তোয়াজ কমা হলে চাবকানোই রেওয়াজ।

মরে যেতে সাধ হয়। মরতে পারে না।

"পাখি সব করে রব রাতি পোহাইল/ কাননে কুসুমকলি সকলই ফুটিল। "
খোকা পড়ছে।

No comments:

Post a Comment