Wednesday, April 18, 2018

চলে গেলাম!

নিঝ্ঝুম বারান্দায় কাঠের রেলিং -
অভ্যাসে দুলে চলে রকিং চেয়ার,
একটি ফিঙে, ঠোঁটে একটি ফড়িং -
পলক জিরিয়ে ফের উড়লো আবার! 

দেখেছিলাম...

সন্ধ্যে বিগত ধ্ববা মেঘলা বিকেলে -
ফ্যাঁকাসে সিঁথিতে নেই সৌর পরশ,
অসর শেষে সাঁঝ তোমাতে তাকালে -
আরশিতে জলছাপ খোদার আরশ! 

বুঝেছিলাম...

ক্রমশঃ তলিয়ে যাচ্ছে স্নিগ্ধ মানুষীর দেশ-
উল্লাসী মুখগুলো আদতে অসুখী,
"পাশে আছি" "ভালোথেকো" শব্দেরা শেষ -
ঘাড় গুঁজে বমি ঢালে সুরজমুখী!

জেনেছিলাম...

সামাল ডাঙাতে ডোবে লখাইয়ের ডিঙা-
ধর্মীয় আগ্রাসনে ধ্বস্ত বেহুলার ঘর,
কাকলাশ ডিস্কে বাজে রিরংসার শিঙা -
ডুকরে ফুঁপিয়ে ওঠেন আমার ঈশ্বর!

আঁকড়ে ছিলাম...

গাঢ়রক্ত গন্ধমাখা নির্ব্বংশী রাত
শুনতে পাচ্ছো?

আমরা চলে গেলাম।

No comments:

Post a Comment