অতলান্তিক শোকজলের ভেতর ঠ্যাং মুড়ে বসে থাকে দুইটি অসমবয়সী ভিজাকাক।
এর ডানায় আলতো ঠেকে রয় ওর ডানা।
মুহ্যমান।
এতদ বয়সকাল যাবৎ অভিজ্ঞতার সার ― এক মুষ্ঠি পোয়াতি বায়সকাল।
চক্ষুষ্মান উড়ে যায় পরভৃত ছানা।
বেঈমান।
সর্বদাই কালিসন্ধে এ দিগরে।
মেঘগুলো আদ্যিকঠিন বালিশ একেকগোটা।
বুকে বড্ড চাপ ধরে মা রে।
হাঁসফাঁস শ্বাস বোঝাই গাঢ়হিম শাদা ফোঁটা।
...
বেগ সামান্য ধরে এল।
আঁচলে একরত্তি শারদবিকেল মাখা আলো বেঁধে ঘাটে উঠল।
ঐ বড় ঘরের মেয়ে।
...
এ বৃষ্টি থামবে?
No comments:
Post a Comment