Friday, July 17, 2020

ডুব

শ্মশানঘাট
ধুতি উড়নি চাদর তোষক
চ্যালা খাট

সমস্তের হাতবদল হয়। মাটিমাখা নাভীর দলাটা অবধি।

শাদা মালা
কাঠি মালসা ধূপ আতপ
সবরী কলা

মন্ত্রের চলনও বদলায়। নোট গুলোর অঙ্ক আদতে বিধি।

না ভালোবেসে থাকতে না পারাটা কিম্বা লাখ কোশিশেও না ভালবাসতে পারাটা
এধার ওধার হয়? অন্তত আংশিক?

কী বুকে যে টুপ করে ডুব দেব!

বাঁচতে ...

খয়ের রঙা ধান ভরা এক কৌটো
মিশি রঙা খোলস এক গোখরোর
চিড় বোঝাই খটখটে এক কলসী
পাল্লাটা খোয়া গেছে এক গোবরাট

বাঁচতে এসেছিল ওরা।

বৃষ্টি এইমাত্র থামল।

পরিত্যক্ত

যে মেয়েটা নক্ষত্রের পাড়ায় যাবে বলে হারিয়েছে আলেয়া গলিতে,
তার শাদা চোখ পড়ে আছে তোমাদের পরিত্যক্ত কুয়োতলায়।

মণি নিয়ে গিয়েছে আকাশ।