তুমি যখন ছুঁতে এলে ঝুম সাঁঝের বেলা
আমার তখন বেনোদহে অথৈ বেভুল চলা।
তুমি যখন চোখ এগিয়ে খুঁজছো আমার মুঠি
আমার মুঠোয় পিষছি তখন তোমার জন্য চিঠি।
তুমি যখন চলেই গেলে ভ্রূ ঝিঁকিয়ে ঘেন্না
আমার কেবল গিলে চলা পাষাণ-দাগা কান্না।
তুমি যাচ্ছো সইয়ের ঠাঁয়ে শাম রওশন-আরা
আমার ভবিতব্যে পেলাম মেঘে ঢাকা তারা!
আলোয় বাঁচিস তোরা।
দরিয়ানগর উথালপাথাল
আদরবাসিস তোরা।
বড্ড ভালো থাকিস তোরা।
আমার তখন বেনোদহে অথৈ বেভুল চলা।
তুমি যখন চোখ এগিয়ে খুঁজছো আমার মুঠি
আমার মুঠোয় পিষছি তখন তোমার জন্য চিঠি।
তুমি যখন চলেই গেলে ভ্রূ ঝিঁকিয়ে ঘেন্না
আমার কেবল গিলে চলা পাষাণ-দাগা কান্না।
তুমি যাচ্ছো সইয়ের ঠাঁয়ে শাম রওশন-আরা
আমার ভবিতব্যে পেলাম মেঘে ঢাকা তারা!
আলোয় বাঁচিস তোরা।
দরিয়ানগর উথালপাথাল
আদরবাসিস তোরা।
বড্ড ভালো থাকিস তোরা।
No comments:
Post a Comment