Sunday, February 14, 2021

সেরে ফেলি

 এই বেলা সেরে ফেলি সেসবের বলাকওয়া যা কিছু এতকাল "চুপ কর! চুপ চুপ!" জমালো।

এই বেলা চেয়ে ফেলি সেসবের লাভভাগ যা কিছু এতকাল "কথা নয়! করে ফেল!" জোগালো।


প্রতিটি নতুন বাঁকের মুখে এলেই বুকের ভেতর উসকে ওঠে হদ্দ পুরোনো কাঙালপনা।

অযুত নিযুত পল ফলানো পথটাকে ফিরে ফিরে দেখার আকুলিবিকুলি ওজর মানে না। 


থমকানোর সময় দেবে না জীবন। 

পিছে ফেরবার তো নয়ই।

শোধরানোর সুযোগ দেবে না জীবন।

চোরা আক্ষেপ তো হয়ই।


এই বেলা গেয়ে ফেলি সেসবের বোলতান যা কিছু এতকাল "আবিন্তা! আহেলি!" শোনালো।

এই বেলা বেঁচে ফেলি সেসবের রাতদিন যা কিছু এতকাল "ছুঁয়ে দেখ! একবার!" শাসালো।