Thursday, December 27, 2018

সবটাই

পা বাড়ানোর আগে

উচ্চারিত সমস্ত শব্দময় বিগশপারদের জন্য রেখে যাই বুলাও নাচনেওয়ালী ডিজেওলা কিয়ক্স।
উচ্চকিত সমস্ত প্রশ্নময় বুকপকেটদের জন্য রেখে যাই ঝুটো উত্তরের ঢালাও মাইক্রো জেরক্স।

উল্লসিত সমস্ত ওয়াওআকীর্ণ ঠোঁটেদের জন্য রেখে যাই নিজ নিজ টপ ফ্লোরের ফিকে ধূসর পদার্থ।
উচ্ছ্বসিত সমস্ত গ্ল্যামবিকীর্ণ ম্যানেকুইনদের জন্য রেখে যাই গলে ঘুলে ঢলে যাওয়া জাস্ট যথার্থ।

পা বাড়াতে যেতেই

লবণহ্রদ ঠিকানার পোস্টকার্ড পড়ে আছে ঠিক অবোলা ভেজা রথের স্যাঁতস্যাঁতে "ছিনপেপার"।

পা বাড়ানো থামিয়ে

পূর্বাচলের সদ্যচেনা ফ্ল্যাটবাড়িরগুলোর পেছনে সূর্য গড়ালেই' হেমন্তের গোধূলি আড়বাঁশির ফুঁ ঢালে বুকের খাঁচায়।
বই দাদুর ছাদে ঝিলিমিলি'র দিকে চোখ ফিরে দাঁড়ালেই মেডুসা মতি কুয়াশা আতাল পাতাল ডুকরে তোলা চাদর বিছায়।

কয়েক লাখ নিশ্চিত একলা কদম।
আর বাবার গরম মুঠি।

"উদীয়মানের চাইতে অস্তমিত সূর্যের প্রতি কৃতজ্ঞ থাকাটাই অধিকতর কাঙ্ক্ষিত মণি...সে যে তোকে সবটা দিয়ে গেল"।